ঢাকা | রবিবার
৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের শিশুদের মধ্যে বিরল উপসর্গ

বিরল কিছু উপসর্গ দেখা দিয়েছে যুক্তরাজ্যের কিছু শিশুর মধ্যে। এই উপসর্গগুলো করোনাভাইরাসের সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে সতর্ক করেছে দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)।

পুরো দেশের চিকিৎসকদের কাছে এনএইচএসের পাঠানো সতর্কবার্তায় বলা হয়, লন্ডন ও যুক্তরাজ্যের অন্যান্য অংশে আইসিইউতে কিছু অসুস্থ শিশুর চিকিৎসা দেয়া হচ্ছে, যাদের লক্ষণগুলো একেবারেই অস্বাভাবিক।

জানা যায়, লক্ষণগুলোর মধ্যে ফ্লুর মতো জ্বরের পাশাপাশি শরীরের বিভিন্ন অংশে প্রদাহজনিত সমস্যা রয়েছে। এ ধরনের লক্ষণগুলো দেখা দেয়া শিশুদের মধ্যে কয়েকজনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে, তবে সবার নয়।

এনএইচএসের মেডিকেল পরিচালক স্টিফেন পাওস জানান, শিশুদের মধ্যে এমন বিরল ও গুরুতর অসুস্থতার খবর সম্পর্কে আমরা সতর্ক রয়েছি। গত কয়েকদিনই প্রথমবারের মতো এমন খবরগুলো পেয়েছি। আমরা আমাদের বিশেষজ্ঞদের এটা জরুরি বিষয় হিসেবে অনুসন্ধান করতে বলেছি।

জানা যায়, বিভিন্ন বয়সী শিশু ও তরুণের মধ্যে তীব্র জ্বর, নিম্ন রক্তচাপ, শরীরে র‍্যাশ বা ফুসকুড়ি এবং শ্বাসকষ্ট দেখা যাচ্ছে। কারো মধ্যে আবার পেটে ব্যথা, বমি বমি ভাব, ডায়রিয়া, হৃদপিন্ডের প্রদাহ এবং রক্ত পরীক্ষায় অস্বাভাবিক ফল আসার মতো লক্ষণ দেখা গেছে।

কেমব্রিজের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. নাজিমা পাঠান জানান, স্পেন ও ইতালিতে থাকা তার সহকর্মীরা শিশুদের মধ্যে একই ধরনের সংক্রমণের খবর তাকে জানিয়েছেন।
বিশেষজ্ঞরা জানান, কোনো সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শরীরের প্রতিরোধক্ষমতা হেরে যাওয়ার মতো অবস্থা হলে এমন লক্ষণগুলো দেখা যায়।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন