ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাড়ি মালিকদের প্রতি বশেমুরপ্রবি প্রশাসনের মানবিক আবেদন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরপ্রবি) প্রশাসন অনাবাসিক শিক্ষার্থীদের মানবিক অবস্থা বিবেচনা করে মেস ও বাড়ির মালিদের কাছে বাড়ি ভাড়া সাময়িক স্থগিত ও মওকুফ করার আবেদন জানিয়েছে। একই সাথে শিক্ষার্থীদের পাশে দাড়ানোর জন্য বাড়ির মালিকদের অনুরোধ জানানো হয়েছে ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মোঃ রাজিউর রহমানের স্বাক্ষরিত এক স্মারক লিপির মাধ্যমে এ মানবিক আবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ৷

উল্লেখিত স্মারকে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূন্যভুমি গোপালগঞ্জ জেলার বাড়ির মালিকদের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে যে,” আপনাদের বাড়ী ঘরে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বসবাস করে আসছে। যাদের একটি বৃহৎ অংশ প্রাইভেট টিউশনি করে মেসের ভাড়া প্রদান করে থাকে । যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ এবং গোপালগঞ্জ জেলায় লকডাউন চলছে সেহেতু ছাত্র / ছাত্রীরা প্রাইভেট টিউশনি করতে পারছেনা।

এমতাবস্থায় তাদের পক্ষে মেসের ভাড়া পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। অধিকাংশ শিক্ষার্থীর পরিবারের এই ভাড়া প্রদানের কোন প্রকার সক্ষমতাও নেই। উদ্ভুত পরিস্থিতিতে উক্ত বিষয় মানবিকভাবে বিবেচনা করে শিক্ষার্থীদের সার্বিক সহযােগিতার জন্য বাড়ির মালিকদের বিশেষ অনুরােধ করা হলাে।”

উল্লেখ্য, বশেমুরপ্রবির শিক্ষকমণ্ডলীর প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষকসহ সকল সাধারন শিক্ষকদের সম্মিলিত উদ্যোগে মানবেতর জীবনযাপন করা সকল শিক্ষার্থীদের আর্থিক সাহায্য প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও ছাত্র কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য প্রদান অব্যাহত রয়েছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন