ঢাকা | বৃহস্পতিবার
২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অনন্য নজির গড়লেন ভারতের তাবলিগ জামাতের সদস্যরা

মানবিকতার অনন্য নজির গড়লেন ভারতের তাবলিগ জামাতের সদস্যরা। করোনা থেকে সেরে ওঠার পর গুরুতর অসুস্থ রোগীদের রক্তের প্লাজমা দান করেছেন তাবলিগের শত শত সদস্য। তাদের দেয়া এই প্লাজমাতে আশায় বুক বাদছেন করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় থাকা কয়েকশো রোগী।

দেশটির রাজধানী নয়াদিল্লি, গুজরাট, হরিয়ানা এবং অন্যান্য প্রদেশে তাবলিগের স্বেচ্ছাসেবীরা ইতোমধ্যে তাদের প্ল্যাজমা দান করেছেন। এছাড়া যেসব রাজ্য এখন পর্যন্ত প্ল্যাজমা চিকিৎসা পদ্ধতির অনুমতি দেয়নি, সেখানেও তাবলিগের সদস্যরা প্ল্যাজমা দান করার জন্য অঙ্গীকার করেছেন।

করোনা থেকে সেরে ওঠা ব্যক্তিদের শরীর থেকে প্ল্যাজমা সংগ্রহের কাজ সমন্বয় করছেন দিল্লির স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসক মোহাম্মদ শোয়েব আলী। তিনি বলেন, দিল্লিতে তাবলিগ জামাতের দুই শতাধিক সদস্য প্ল্যাজমা দানের প্রতিশ্রুতি দিয়েছেন, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। ইতোমধ্যে রোববার তাবলিগের ১০ সদস্য ইফতারির পর এসে প্ল্যাজমা দিয়ে গেছেন।

অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ডের নির্বাহী সদস্য ও চেন্নাইয়ের বাসিন্দা মাওলানা শামস উদ্দিন কাসিমি বলেন, আমরা তামিলনাড়ুতে প্ল্যাজমা তারতিব জামাত নামে একটি গ্রুপ তৈরি করেছি। এই গ্রুপ তাবলিগ জামাতের সাড়ে চারশ’র বেশি সদস্যদের নাম তালিকাভূক্ত করেছে; যারা প্ল্যাজমা দানে আগ্রহ প্রকাশ করেছেন।

গত মাসের শেষের দিকে ভারতের রাজধানী নয়াদিল্লির নিজামুদ্দিন মারকাজে অংশ নেয়া কয়েক হাজার তাবলিগ জামাতের সদস্যকে নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। পরে এই সমাবেশে অংশগ্রহণকারী কয়েক হাজার সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন