জটিলতা কাটিয়ে শীঘ্রই করোনাভাইরাস শনাক্ত করার পরীক্ষা শুরু করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাসের জন্য গঠিত টেকনিক্যাল কমিটির আহ্বাক অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
পরীক্ষা শুরু করার দিন চূড়ান্ত করতে আজ (সোমবার) বসছে বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল কমিটির বিশেষ সভা।
এর আগে ২৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) করোনা শনাক্তের এবং কিট উদ্ভাবনের সক্ষমতা রয়েছে জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল টেকনিক্যাল কমিটির সদস্যরা। একমাস পেরিয়ে গেলেও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক অনুমতি না পাওয়ায় করোনভাইরাস শনাক্তকরণের পরীক্ষা শুরু করতে পারেনি ঢাবি। সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে করোনা শনাক্তকরণের পরীক্ষা শুরু করার অনুরোধ জানানো হয়েছে।
করোনাভাইরাস পরীক্ষা করার জন্য চারটি রিয়ালটাইম পিসিআর যন্ত্র স্থাপন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই পরীক্ষাগারে প্রতিদিন প্রায় ৪০০-৫০০ নমুনা পরীক্ষা করা যাবে বলে জানা গেছে।
ঢাবির টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান বলেন, সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি চিঠির মাধ্যমে আমাদের করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করার অনুরোধ জানানো হয়েছে।
পরীক্ষার প্রক্রিয়া শুরু করার জন্য আজ টেকনিক্যাল কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, আজকে আমরা বসে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেব যে কবে থেকে আমরা পরীক্ষা শুরু করব এবং এর যাবতীয় কর্মপরিকল্পনাও চূড়ান্ত করা হবে।
আনন্দবাজার/ডব্লিউ এস