ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

রমজানে মুসলিমদের ফ্রি হালাল খাবার দিবে নিউইয়র্ক

মুসলমানদের জন্য বিশেষ মাস রমজানে রোজাদারদের দ্বারে দ্বারে ৫ লাখ হালাল ফুড প্যাকেজ পৌঁছে দেয়ার ঘোষণা দিয়েছে নিউইয়র্ক সিটির প্রশাসন। রোজাদারদের উদ্দেশ্যে মসজিদগুলোতে এই খাবার পৌঁছে দেয়া হবে। নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিও বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।

নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি ব্লাসিও বলেন, রমজানের সবচেয়ে বড় আহ্বান হলো– অনাহারীকে আহার দান করা। তাই আমরা রোজাদারদের দ্বারে দ্বারে বিনামূল্যে ৫ লাখ হালাল ফুড প্যাকেজ পৌঁছে দেব। মসজিদগুলো স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই এই কার্যক্রম পূর্ণভাবে শুরু হবে।

তিনি আরও বলেন, নিশ্চয় ক্ষুধার্তদের আহার করানো রমজানের সর্বোচ্চ দাবি। সুতরাং আমরা অভাবীদের সেবায় নিয়োজিত হব। বর্তমান পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের তুলনায় নাজুক। কারণ মানুষ এখন মসজিদে যেতে পারছে না।

নিউইয়র্ক সিটিতে ফ্রি খাদ্য বিতরণ প্রজেক্টের আওতায় ২০ লাখ মানুষকে খাবার পৌঁছানো যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

৪ লাখ ফুড প্যাকেজ বিতরণ করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ৩২টি ভবনে। আর ১ লাখ ফুড প্যাকেজ বিতরণ করা হবে সামাজিক বিভিন্ন সংগঠনের মাধ্যমে। এই কার্যক্রম মে মাসের তৃতীয় সপ্তাহে শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন মেয়র।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন