শুরু হয়ে গেছে পবিত্র রমজান, যা মসুল্লিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টির জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খাবার ও পানাহার থেকে বিরত থাকেন এবং বিভিন্ন ইবাদাত পালন করেন।
কিন্তু বিগত বছরের তুলনায় এবারের রমজান একেবারেই ভিন্ন। প্রতিবছর রমজান মাসকে কেন্দ্র করে বিভিন্ন উৎসবের আমেজ থাকলেও করোনা ভাইরোসের কারণে এবার নেই কোনো আমেজ।
প্রতিবছর দেখা যায় মসুল্লিদের মাঝে কত ধরণের আয়োজন। আর তারাবির নামাজে থাকে মসজিদে মসজিদে উপচে পড়া ভিড়। তবে এবারের রমজান যেন একবারের আলাদা। করোনার ফলে বন্ধ মসজিদ, চলছে কারফিউ, একসঙ্গে জামাতে নামাজ আদায়ের ওপরও আনা হয়েছে নিষেধাজ্ঞা । যার কারণেই নেই কোনো ইফতারের আয়োজন কিংবা তারাবির নামাজ। আর দলে দলে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে পারছেন না মুসল্লিরা। এর আগে রমজানে এমন পরিস্থিতি কখনওই দেখেনি কেউ।
আজ নেই রাজধানীর পুরান ঢাকার ‘বড়ো বাপের পোলায় খায়’ নামক একটি ভিন্ন ইফতারসামগ্রী, বটি কাবাব, সুতা কাবাব, রেশমি কাবাব, জালি কাবাব, আস্ত খাসি ভুনা, আস্ত কোয়েল ভুনা, শাহী জিলাপি, মাঠাসহ অন্তত ২০ ধরনের মিষ্টিদ্রব্য। এগুলো ছাড়াই রমজান পালন করছে পুরান ঢাকার মানুষ।
এমন রমজান নিয়ে সরকারি এক চাকুরীজীবি বলেন, বিগত বছরগুলোতে বন্ধু- বান্ধবদের সাথে একসাথে নিয়ে ইফতার করতাম। কিন্তু এ বছর একা একা ইফতার করতে হবে। নেই কোনো রমজানের আনন্দ। এমন রমজান জীবনে আসবে কখনো ভাবেনি।
মানুষ থেকে মানুষে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। সে কারণে এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়িয়ে চলা, বার বার হাত পরিষ্কার করা এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি সৌদির কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের শীর্ষ ধর্মীয় নেতারা রমজানে বিশ্বের মুসল্লিদের ঘরে বসেই নামাজ আদায়ের পরামর্শ দিয়েছেন। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সবার এটা মনে রাখা উচিত যে, মানুষের জীবন হেফাজতে রাখা একটি মহৎ কাজ। এর মাধ্যমে স্রষ্টার সান্নিধ্য অর্জন করা সম্ভব।
শুধুমাত্র রমজান নয়, এবার ঈদুল ফিতরের উৎসবও আগের বছরগুলোর মতো হবে না। করোনার পরিস্থিতি এমন চলতে থাকলে ঈদুল ফিতরেও লোকজনকে বাড়িতেই অবস্থান করতে হবে। এমনকি ঈদের নামাজ আদায়, বাইরে ঘুরতে যাওয়া, নানা ধরনের আয়োজন সবকিছুই ভাটা পড়ে যাবে।
আনন্দবাজার/রনি