ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শাবিপ্রবির হাসান’কে বাঁচাতে এগিয়ে আসুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সাবেক ছাত্র আব্দুল্লাহ আল হাসান বর্তমানে কিডনি সমস্যায় আক্রান্ত। এমতাবস্থায় তার চিকিৎসার অর্থ সংগ্রহে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের এফইএস বিভাগ।

আব্দুল্লাহ আল হাসান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এ অনার্স (২০০৮-০৯ শিক্ষাবর্ষ ) ও মাস্টার্স (২০১২-১৩ শিক্ষাবর্ষ) শেষ করে মাত্র ১বছর পূর্বে একটি বেসরকারি প্রতিষ্ঠানে তার চাকুরী জীবন শুরু করে।কিন্তু এরই মধ্যে জানা যায়, তার দুটো কিডনীই ৯০% এর উপর অকেজো হয়ে পড়েছে। অতি শীঘ্রই তার কিডনী ট্রান্সপ্লান্ট জরুরি। বর্তমানে তার সপ্তাহে ৩ দিন ডায়ালাইসিস করতে হচ্ছে, যা গত দুই মাস ধরেই তার পরিবার চালিয়ে যাচ্ছে এবং ট্রান্সপ্লান্টের পূর্ব পর্যন্ত চালিয়ে যেতে হবে।

এই ডায়ালাইসিস এবং ট্রান্সপ্লান্ট বাবদ প্রায় ৬০ লক্ষ টাকার প্রয়োজন যা তার মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। তাই বিভাগের পক্ষ থেকে সকলের কাছে হাসানকে বাঁচাতে আর্থিক সহায়তার দিয়ে পাশে দাঁড়ানোর আহবান করে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

অর্থ সাহায্য পাঠানো যাবে এই ঠিকানায়,

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন