উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উনের মৃত্যু ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ ডেকে আনবে বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার সাবেক সেনা কর্মকর্তা চুন ইন-বাম। মার্কিন মিলিটারি টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন বলে খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস।
সম্প্রতি কিম জং-উন হার্টজনিত সমস্যায় ভুগছেন। চলতি মাসের শুরুতে হার্টে অস্ত্রোপচার হয় তার। এরপর কিছুটা অসুস্থতা নিয়ে নিজ বাড়িতে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
এদিকে কিমের অসুস্থতার খবর প্রকাশের পর থেকেই পরিস্থিতি নজরে রেখেছে হোয়াইট হাউজ। আর এমন পরিস্থিতিতেই দক্ষিণ কোরিয়ার স্পেশাল অপারেশনসের সাবেক এই প্রধান এমন মন্তব্য করলেন।
চুন ইন-বাম বলেন, কিমের পর উত্তর কোরিয়াকে কেন্দ্র করে পরমাণুযুদ্ধ দেখা দিতে পারে। কিম-পরবর্তী উত্তর কোরিয়ায় আমেরিকা ঢোকার চেষ্টা করবেই। এমনকি চীনও পিছিয়ে থাকবে না। যার ফল হিসেবে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ পরিস্থিতি’ দেখা দিতে পারে।।
উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব খর্বের চেষ্টা করা আমেরিকা ও চীন কারোর জন্যই সুখকর হবে না বলে সতর্ক করেছেন দক্ষিণ কোরিয়ার সাবেক এই সেনা কর্মকর্তা। এছাড়া কিম-পরবর্তী পরিস্থিতি নিয়ে দক্ষিণ কোরিয়া যে বেশি ‘উৎসাহ’ দেখাচ্ছে, তাও স্বীকার করেন চুন ইন-বাম।
আনন্দবাজার/ডব্লিউ এস