ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত-তুরস্ক থেকে ফিরলেন ১৮৯ জন বাংলাদেশি

ভারতের চেন্নাই ও তুরস্ক থেকে দেশে ফিরেছেন ১৮৯ জন বাংলাদেশি। মঙ্গলবার (২১ এপ্রিল) আলাদা দুটি ফ্লাইটে করে তুরস্ক থেকে ২০ জন এবং চেন্নাই থেকে ১৬৯ জন দেশে ফিরেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশিদের পৌঁছে দিয়ে ফিরতি ফ্লাইটে বেলা সোয়া ১টার দিকে বিমানটিতে ১৫৪ জন তুরস্কের নাগরিক নিজ দেশে ফিরে গেছেন।

অন্যদিকে বিকেল ৩টা ১৫ মিনিটে চেন্নাই থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে করে দেশে আসেন ১৬৯ জন। এর আগে ২০ এপ্রিল ভারতের চেন্নাইয়ে থেকে ১৬৪ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরে আসেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা থেকে চেন্নাই ও কলকাতায় ৮টি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ৬টি ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকা এবং ২১ ও ২৩ এপ্রিল ২টি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালিত হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন