ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনার লক্ষণ ট্র্যাকিংয়ে ম্যাপ চালু : মার্ক জাকারবার্গ

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফেসবুক তাদের প্রথম ম্যাপ চালু করেছে। যার ফলে এখন থেকে অঞ্চলভেদে করোনা উপসর্গ শনাক্ত করে নিয়মিত ম্যাপে আপডেট ডেটা প্রকাশ করবে।

সোমবার (২০ এপ্রিল) ফেসবুক কর্তৃপক্ষ তাদের করোনাভাইরাস উপসর্গ শনাক্তকরণ এই ম্যাপ চালু করার কথা জানায়। আরও জানা যায়, প্রতিষ্ঠানটি কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে কাজ করছে।

ফেসবুকের সার্ভে সিস্টেম

নতুন এই ম্যাপে গবেষকরা, একটি সার্ভে সিস্টেম তৈরি করেছে যা থেকে করোনাভাইরাস সংক্রমিত ব্যক্তিদের শনাক্ত করা যাবে। এর মধ্যে ম্যাপে অঞ্চলভেদে মানুষের তথ্যাদি বিশ্লেষণ করা হবে।

ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ জানান, ম্যাপ প্রকাশের প্রথম দুই সপ্তাহের মধ্যেই প্রায় ১০ লাখের বেশি মানুষ এই সার্ভেতে অংশগ্রহণ করে। তাই সারা বিশ্বব্যাপী জরিপ চালানোর ঘোষণা দিয়েছেন তিনি। যা চলতি সপ্তাহের মধ্যে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন