ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

অনিশ্চয়তায় বিপিএল, আর্থিক ক্ষতির মুখে বিসিবি

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে বন্ধ রয়েছে বিশ্বের সবধরনের ক্রিড়া কার্যক্রম। এবার অনিশ্চয়তার মুখে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সেক্ষেত্রে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিবি। বিপিএল নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন বিপিএলের গর্ভনিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল।

শেখ সোহেল বলেন, বর্তমান প্রেক্ষাপটি যে অবস্থা তাতে করে নভেম্বরে বিপিএল হওয়া নিয়ে আছে অনিশ্চয়তা। যদি অবস্থা ভালো হয়। সারা বিশ্বের অবস্থা খুব খারাপ। সব কিছুই বন্ধ। কারণ সার্বিক ব্যবস্থার ওপর নির্ভর করবে আগামী নভেম্বরে বিপিএল আয়োজনের, তখন ব্যাপারে চিন্তা ভাবনা করা যাবে।

বিপিএলের ৭ম আসর অনুষ্ঠিত হয়েছিল এ বছরের জানুয়ারিতে। ৮ম আসর এ বছরের নভেম্বরে মাঠে গড়াবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে করোনার কারণে অনিশ্চয়তায় পড়েছে বিপিএলের ৮ম আসরটি।

বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান বলেন, আসলে আপনারা দেখছেন যে, প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপিএল পিছিয়ে গিয়েছিল। বিপিএল থেকে বিসিবি আর্থিক সুবিধা পায়। আর যদি বিপিএল না হয় সেক্ষেত্রে আর্থিক ক্ষতি হবে।

করোনা পরিস্থিতিতে এর আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একাধিক দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হয়েছে। এদিকে শঙ্কার মুখে দেশের আরও অনেকগুলো সিরিজ এবং বিপিএলও। সব মিলিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন