শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সাপ্তাহিক হাট পেয়ে খুশি শৈলকুপার চাষিরা

দীর্ঘদিন পর করোনার সংকটের ভিতরে হাট পেয়ে খুশি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাষিরা। করোনা সংক্রমণ রোধে সরকারের নির্দেশনায় নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়া কৃষি পণ্যের পাইকারী হাট বন্ধ থাকায় বিপাকে পড়েন চাষিরা। প্রয়োজন মেটাতে মধ্যসত্ব ভোগীদের কাছে বাড়ি থেকে পণ্য বিক্রি করে মণ প্রতি ১ থেকে ২’শত টাকা ঠকছিলেন তারা।

উপজেলা প্রশাসন ও পুলিশের তত্বাবধানে কলেজ মাঠে কৃষি পণ্যের পাইকারী হাট পেয়ে দারুন উল্লসিত গ্রামের চাষিরা। তবে বিভিন্ন জেলা থেকে পণ্য কিনতে আসা ব্যবসায়ীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক সমাজ।

সরকারী প্রজ্ঞাপন মেনে হাট পরিচালিত হবে তবে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে কোন পাইকারী ব্যবসায়ী আসতে পারবে না বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানা যায়। শুধুমাত্র স্থানীয় ব্যবসায়ীরা কেনাবেচা করবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তিনি সরকারের প্রজ্ঞাপনের সব কিছু মেনে কৃষকদের পণ্য বিক্রির হাটের ব্যবস্থা করেছেন। এখানে বাইরের কোন ব্যাপারী আসতে পারবেনা। শুধু স্থানীয় ব্যবসায়ীরা কেনাবেচা করবে।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  বাউফলে শাওন এর খুনির ফাঁসির দাবিতে মানববন্ধন

সংবাদটি শেয়ার করুন