ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্চের বেতন পেয়েছে ৯৫.৮৯% শ্রমিক: বিজিএমইএ

সম্প্রতি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, এখন পর্যন্ত দেশের ৯৫.৮৯ শতাংশ পোশাক শ্রমিকের মার্চ মাসের বেতন পরিশোধ করা হয়েছে। খবর ইউএনবি’র।

শনিবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের পোশাক শিল্পের শীর্ষস্থানীয় এ বাণিজ্য সংস্থাটি জানায়, তৈরি পোশাক খাতের মোট ২৪ লাখ ৭২ হাজার ৪১৭ শ্রমিকের মধ্যে ২৩ লাখ ৭০ হাজার ৯১৭ জনের বেতন পরিশোধ করা হয়েছে। বিজিএমইর অধীনস্থ মোট ২ হাজার ২৭৪টি কারখানার মধ্যে প্রায় ২ হাজার ৭১টি কারখানা (৯১.০৭ শতাংশ) তাদের শ্রমিকদের বেতন পরিশোধ করেছে।

এদিকে, গত ১৫ এপ্রিল বিজিএমইএ সভাপতি রুবানা হক ১৬ এপ্রিলের মধ্যে বেশিরভাগ পোশাক শ্রমিকের মার্চ মাসের বেতন পরিশোধ করার আশ্বাস দেন।

এক বিবৃতিতে রুবানা হক জানান, ‘বিজিএমইএ দৃঢ়ভাবে চায় সকল শ্রমিকের মার্চ মাসের বেতন নিশ্চিত করা হোক। আপনারা ভরসা ও বিশ্বাস রাখুন মার্চের বেতন দেয়া হবে।’

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন