দেশে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকাকালীন সময়ে ২০ জেলার ৯৬ উপজেলার ৩ লাখ ১ হাজার ২৮৮ জন নিবন্ধিত জেলে পরিবারকে সহায়তা করার জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় পুনরায় ২৪ হাজার ১০৩ দশমিক ০৪ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে সরকার। খবর ইউএনবি’র।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অধীনে ভিজিএফের এ চাল বরাদ্দ করেছে।
ভিজিএফের আওতায় এপ্রিল ও মে মাসে প্রতিটি জেলে পরিবার ৪০ কেজি করে চাল পাবে।
এদিকে এর আগে, ফেব্রুয়ারি ও মার্চের জন্য ২০ জেলার ২ লাখ ৮০ হাজারেরও বেশি নিবন্ধিত জেলে পরিবারকে ভিজিএফ কর্মসূচির আওতায় ২২ হাজার ৪৭৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেয় সরকার।
উল্লেখ্য, সরকার প্রতি বছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত আট মাস ইশিল মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ, বিপণন, বিক্রয় ও ক্রয়ের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে।
আনন্দবাজার/শাহী