করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক কর্মকান্ড থেকে শহরের ৭১ শতাংশ এবং গ্রামের ৫৫ শতাংশ মানুষ একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এবং দারিদ্র্যসীমার ওপরে থাকা মানুষদের আয় কমেছে ৭০ শতাংশ। আজ বৃহস্পতিবার এক অনলাইন বিফ্রিংয়ে এসব তথ্য জানায় গবেষণা সংস্থা পিপিআরসি ও বিআইজিডি।
ব্রিফিংয়ে বলা হয়, বর্তমান সংকটে নতুন করে দরিদ্র হয়েছেন অনেকেই। চলতি মাসের শেষে বাড়বে খাদ্য নিরাপত্তার ঝুঁকি। বেসরকারি গবেষণা সংস্থা পিপিঅারসি ও বিআইজিডি মানুষের আয় ও অর্থনৈতিক কর্মকাণ্ডে করোনার প্রভাব নিয়ে একটি জরিপ করেছে। সাড়ে ৫ হাজার পরিবারের ওপর এ জরিপ চালায় তারা।
অনলাইন ব্রিফিংয়ে আরও বলা হয়, শহরের ৭১ শতাংশ ও গ্রামের ৫০ শতাংশ মানুষ, অর্থনৈতিক কর্মকান্ড থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। চরম ও মাঝারি দরিদ্র এবং দারিদ্র্যসীমার ওপরে থাকা মানুষের গড় আয় কমেছে, প্রায় ৭০ শতাংশ। সবচেয়ে বেশি দৈনিক আয় কমেছে, রেস্টুরেন্ট কর্মীদের। শহরে বস্তিবাসীর আয় কমেছে ৮২ শতাংশ আর গ্রামে ৭৯ শতাংশ।
ব্রিফিংয়ে আরও বলা হয়, দেশে নতুন করে অনেকেই দরিদ্র হয়েছেন। আর এ মাসের শেষে বাড়বে খাদ্য নিরাপত্তার ঝুঁকি।
আনন্দবাজার/ টি এস পি