সোমবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

লাকসামে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত

কুমিল্লার লাকসামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৬এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, করোনা আক্রান্ত যুবক নারায়নগঞ্জ ফেরত। তার আনুমানিক বয়স ২৫ বছর। ওই যুবকের পজেটিভ রিপোর্ট আসার পরপরই স্থানীয় প্রশাসন তার বাড়ি লকডাউন করে দিয়েছে।

এদিকে, কুমিল্লার লাকসামকে করোনা মুক্ত রাখতে উপজেলা প্রশাসন, স্বাস্থ্যবিভাগ, পৌরসভা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সচেতনতামুলক তৎপরতা ছিল লক্ষ্যনীয়। ইতোমধ্যে শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র দৌলতগঞ্জ বাজার বন্ধ ঘোষণা করে পৌর এলাকায় বিকল্প ১৮টি বাজার চালু করা হয়েছে। নেয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতামুলক ব্যবস্থা।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী জানান, এ পর্যন্ত উপজেলার ১২ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। তার মধ্যে ৯ জনের রিপোর্ট এসেছে। ৮ জনের নেগেটিভ ও একজনের পজেটিভ।

উল্লেখ্য, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও) এ.কে.এম সাইফুল আলম লাকসামের একজন করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  করোনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের করণীয়

সংবাদটি শেয়ার করুন