শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার প্রতিষেধক তৈরির ঘোষণা জিএসকে ও সানোফির

করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির ঘোষণা দিল ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) এবং সানোফি। মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রতিষ্ঠান দুটো দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বিপক্ষে লড়তে একটি ভ্যাকসিন তৈরি করার ঘোষণা দেয় ।

প্রতিষ্ঠান দুটো জানায়, চলতি বছরের দ্বিতীয়ার্ধে ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা হবে। আর সফল হলে টিকাটি পাওয়া যাবে ২০২১ সালের দ্বিতীয়ার্ধে। মঙ্গলবার কোম্পানি দুটির পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়।

করোনাভাইরাসের সম্ভাব্য চিকিৎসাগুলি পরীক্ষা করার দিকে মনোনিবেশ করায় অন্য রোগের চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা বন্ধ করে দেওয়া হচ্ছে বলে ওই ঘোষণায় জানানো হয়। ইতোমধ্যে তারা একটি উপাদান স্থানান্তর চুক্তি করেছে এবং পাশাপাশি কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে।

সানোফির এস-প্রোটিন এন্টিজেন্ট এবং জিএসকের মহামারী অ্যাডজভান্ট প্রযুক্তি সংযুক্ত করে ভ্যাকসিনটি তৈরি করা হবে বলেও জানানো হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস 

আরও পড়ুনঃ  দেশে তৈরি হবে ভাইরাসরোধী কাপড়, দুই মিনিটে করোনা উধাও!

সংবাদটি শেয়ার করুন