ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জবিসাকের ভার্চুয়াল পহেলা বৈশাখ উদযাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র (জবিসাক) কর্তৃক বাংলা নববর্ষ ১৪২৭ উদযাপন উপলক্ষে আজ জবিসাকের অফিসিয়াল গ্রুপে ভার্চুয়াল পহেলা বৈশাখ উদযাপন করা হয়। পহেলা বৈশাখ উদযাপনের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীদের পরিবেশনা মেইলে নেওয়া হয় এবং তা পরবর্তীতে জবিসাকের গ্রুপে সকলের জন্য উন্মুক্ত করা হয়। বাংলা সংস্কৃতির ভাব ধারা ধারণ করে শিক্ষার্থীদের নাচ,গান,আবৃত্তি, বাঁশির সুর সহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে বৈচিত্রপূর্ণ উপস্থাপনাকে গুরুত্ব দেওয়া হয়।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সাঈদ মাহাদী সেকেন্দার বলেন, চলমান বৈশ্বিক সংকটে আমরা সকলে ঘরে আছি এবং সে প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ডিজিটাল নববর্ষ উদযাপনের আহ্বান জানিয়েছেন সেটিকে গুরুত্ব দিয়ে আমাদের এ আয়োজন। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে সকলকে ঘরে থাকার বার্তা দিয়েছি।

সংগঠনের সভাপতি ফাইয়াজ হোসেন বলেন, জবিসাকের শিল্পীদের আন্তরিকতায় আমরা অামাদের আয়োজনকে একটি রুপ দিতে পেরেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রাণ হিসেবে ছিল,আছে এবং থাকবে বলে বিশ্বাস করি।আমরা মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমাদের শুভাকাঙ্ক্ষীদের সাথে একই প্লাটফর্মে চলমান সংকটে এক হওয়ার প্রয়াস চালিয়েছি।আমরা আশাকরি আমরা সকলে ঘরে থেকে চলমান মহামারী মোকাবেলা করতে সক্ষম হব।

উল্লেখ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্র দেশীয় সংস্কৃতি ধারণ করে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত অনুষ্ঠান আয়জন করে থাকে, তবে ভার্চুয়াল এমন আয়োজন বাংলাদেশের যে কোন বিশ্ববিদ্যালয়ের সংগঠন হিসেবে প্রথম আয়োজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জবিসাকের সাধারণ সম্পাদক সাঈদ মাহাদী সেকেন্দার। ফেসবুক গ্রুপে অনুষ্ঠান নিয়ে শিক্ষার্থীদের আশানুরূপ সাড়া লক্ষ্য করা যায়।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন