শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোপে দাবদাহের নতুন রেকর্ড

ইউরোপের পশ্চিমাঞ্চলীয় কয়েকটি দেশে তীব্র দাবদাহ আগের সব রেকর্ড ছাড়িয়েছে।

বুধবার বেলজিয়ামের শহর লেইনে ব্রোগুলে সর্বোচ্চ ৩৯ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা ১৮৩৩ সালের পর সর্বাধিক তাপমাত্রা বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এছাড়া, নেদারল্যান্ডসের দক্ষিণাঞ্চলীয় আইন্ডোভেন শহরে গত ৭৫ বছরের মধ্যে সর্বাধিক তাপমাত্রা ৩৯ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে, জার্মানির গাইলেনকারচেন শহরের তাপমাত্রা ৪০ দশমিক ৫ ডিগ্রীতে পৌঁছানোর কথা জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার শহরটির তাপমাত্রা আরো বাড়ার পূর্বাভাসও দেয়া হয়েছে। অন্যদিকে, ফ্রান্সে তীব্র দাবদাহের কারণে পাঁচজনের মৃত্যুর আশঙ্কা করছে কর্তৃপক্ষ। দেশটির তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস ছাড়িয়ে যাবে বলেও ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  নভেল করোনায় আক্রান্ত জার্মানির চ্যান্সেলর পদপ্রার্থী

সংবাদটি শেয়ার করুন