ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চার বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষার ব্যবস্থা

হাসপাতালগুলোর পাশাপাশি এবার করোনাভাইরাস পরীক্ষা করার অনুমতি দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়কে। মনোনিত এই বিশ্ববিদ্যালয়গুলো তাদের গবেষণাগারে পিসিআর মেশিন বসিয়ে প্রাণঘাতী করোনাভাইরাস পরীক্ষা করতে পারবে।

রবিবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষামূলক ও প্রয়োজনীয় ব্যবস্থা শেষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো করোনাভাইরাসের পরীক্ষা করতে পারবে।

মনোনিত বাকি তিন বিশ্ববিদ্যালয় হলো- চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সরকার এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন