করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে প্রবাসীদের জন্য আসছে ২০০ কোটি টাকার একটি বিশেষ প্রণোদনা প্যাকেজ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই প্রণোদনা প্যাকেজের ব্যবস্থা করছে।
মন্ত্রণালয়ের তথ্য মতে, বিভিন্ন দেশে প্রায় ১ কোটি ১৯ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন। এদের মধ্যে বর্তমানে প্রায় ২০ লাখের মতো কর্মী করোনাভাইরাসের প্রভাবে নানা সংকটে আছে। এর মধ্যে অনেকেই ভুগছেন খাদ্য সংকটে। একারণে প্রবাসী কর্মীদের খাবার সহায়তার জন্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে ৪ কোটি টাকার বেশি সহায়তা দেওয়া হয়েছে।
তবে করোনাভাইরাসের প্রভাবে যারা দেশে ফেরত এসেছেন এবং যারা ফেরত আসবেন, তাদের জন্যই এই সহায়তা প্যাকেজ আনতে যাচ্ছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন জানিয়েছেন, প্রবাস থেকে ফেরত আসা কর্মীদের সহায়তার জন্য তাদেরকে সহজ শর্তে ঋণ দেওয়া হবে। প্রথম পর্যায়ে ২ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এই ঋণের সুদ হবে ২ থেকে ৫ শতাংশের মধ্যে। ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে কোনো জামানত লাগবে না বলেও প্রস্তাব রাখছে মন্ত্রণালয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, যে সকল প্রবাসী দেশে চলে এসেছে বা আসছে, তাদের জন্য সরকার সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবে। করোনাভাইরাস একটি বৈশ্বিক সমস্যা। এমন পরিস্থিতিতে কর্মীরা দেশে আসলে যাতে অসহায় হয়ে না পড়েন, সেজন্য তাদেরকে সব ধরণের সহায়তা দেওয়া হবে।
আনন্দবাজার/ডব্লিউ এস