ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা মোকাবিলায় চিকিৎসকদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ

করোনার মহামারিতে চিকিৎসকদের জন্য বিশেষ সম্মানী বাবদ ১০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় (১৩ এপ্রিল) পহেলা বৈশাখ ১৪২৭ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি।

এ সময় তিনি সবাইকে ঘরে বসে পহেলা বৈশাখ পালন করতে আহ্বান জানান।

উল্লেখ্য, ‘বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন একযোগে প্রধানমন্ত্রীর এ ভাষণ সম্প্রচার করেছে। এছাড়া বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলোতে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করা হয়েছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন