ঝিনাইদহে তিনটি ফার্সেমী থেকে বিপুল পরিমান নকল ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ও এক প্রতিষ্ঠান সীলগালা করে আদালত। সোমবার(১৩এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাসুদ আলম জানান, নকল ওষুধ বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওষুধ প্রশাসন, জেলা প্রশাসন ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যৌথ সহযোগিতায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ক্যাসেল ব্রীজ এলাকার বাধন ফার্মেসী, আরাপপুরের আসাদ ফার্মেসী ও কেসি কলেজ এলাকার নিউ তাজমহল ফার্মেসী থেকে বিপুল পরিমান নকল ও নিষিদ্ধ কোম্পানীর ওষুধ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হেদায়েত উল্যাহ দু’টি ফার্মেসীকে এক লাখ এক হাজার টাকা জরিমানা করে। মালিক না থাকায় নিউ তাজমহল ফার্মেসী সীলগালা করা হয়। এর আগে রোববার সন্ধ্যায় শহর এইচএসএস সড়ক ও শৈলকুপার শেখপাড়া বাজার থেকে নকল ও সরকারি বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।
অভিযানে জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল উপস্থিত ছিলেন।
আনন্দবাজার/শহক/ বুউ