রাজধানীতে করোনাভাইরাসে সবচেয়ে ঝুঁকিতে থাকা এলাকাগুলোর বাজার একমুখী করার উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। করোনা সংক্রমন রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতেই সেনাবাহিনী এই উদ্যোগ নিয়েছে।
রাজধানীর বেশির ভাগ বাজারেই নেই সামাজিক দূরত্বের বালাই। যত্রতত্র ঘুরাঘুরি করতেও অনেকেই আসছেন বাজারে। রাজধানী ঢাকার দয়াগঞ্জ বাজারেও বিরাজ করছিল একই পরিস্থিতি। সেখানেও পরিস্থিতি বদলাতে বাজারটিকে একমুখী করেছে সেনাবাহিনী। একমুখী বাজার ব্যবস্থা বলবৎ রাখতে তাৎক্ষণিকভাবে বাজার কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছে সেনাবাহিনী।
এদিকে ধুপখোলা মাঠেও একই উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। সেখানে নিরাপদ দূরত্বে বসানো হয়েছে এক একটি দোকান। আর এই উদ্যোগে খুশি হয়েছেন ক্রেতা বিক্রেতা সবাই। সাময়িক ভাবে কষ্ট হলেও সবার স্বার্থে এটাকে ভোগান্তি মনে না করার অনুরোধ জানিয়েছেন মেজর নাহিদ।
এদিকে মোহাম্মদপুরে সেনা টহল দলের অধিনায়ক জানান, ঘরের বাইরে বেরুলে প্রায় সবাই মাস্ক পরেন, এটি সাধারণ মানুষের সচেতনতারই নিদর্শন।
উল্লেখ্য, দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ৮০৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৩৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।
আনন্দবাজার/ডব্লিউ এস