কে বলেছে করোনাভাইরাসকে হারানো যায় না! অবশ্যই যায়। আর এবার তাই প্রমাণ করে দেখাল ভারতের এক সদ্যজাত শিশু। দেশটির মুম্বাইয়ের ওই শিশুর বয়স মাত্র ৬ মাস। কিন্তু সম্প্রতি নভেল করোনায় আক্রান্ত হয় সে।
পরিবার-পরিজন, এমনকি চিকিৎসকরাও যখন তাকে নিয়ে বেশ চিন্তিত ছিল, সে তখন দিব্যি খেলে বেড়াচ্ছিল নিজের মতো। অবশেষে শনিবার (১২ এপ্রিল) সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেল সে। জানা যায়, ওই শিশুর বাড়ি মুম্বাইয়ের কল্যাণ এলাকায়।
শুধু তাই নয়, ওই শিশুকে নিয়ে যখন তার বাবা-মা বাড়িতে পৌঁছায়, তখন তাদের স্বাগত জানাতে প্রতিবেশীরা সকলেই দাঁড়িয়ে ছিলেন যার যার ব্যালকনিতে। সকলেই হাততালি দিয়ে স্বাগত জানান দেয় তাদের। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য দেখে সকলেই অভিভূত।
উল্লেখ্য, দেশটিতে সবচেয়ে বেশি করোনার প্রকোপ দেখা দিয়েছে মহারাষ্ট্রেই। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফের মাধ্যমে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে ১৩৪ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। আক্রান্তদের মধ্যে ১১৩ জন মুম্বাইয়ের বাসিন্দা, চারজন পুনের, সাতজন মীরা ভায়েন্দার ও দুজন নবি মুম্বাইয়ের বাসিন্দা রয়েছেন।
তবে, শুধু এই শিশুই নয়, করোনার সংক্রমণ থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে দক্ষিণ কন্নড়ের মাত্র ১০ মাস বয়সী এক শিশুও। সূত্র: এইসময়।
আনন্দবাজার/শাহী