ঢাকা | শুক্রবার
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের মেহেন্দিগঞ্জে প্রথম করোনা রোগী সনাক্ত

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো করোনা রোগী সনাক্ত হয়েছে। উপজেলার কাজিরচর এলাকার বাসিন্দা আবদুর রব মুন্সি করোনায় আক্রান্ত হয়েছেন।

বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার পর শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।

আক্রান্ত আবদুর রব মুন্সির বয়স ৬০ বছর।

তিনি ঢাকার নরায়নগঞ্জে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।

এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও বরিশালশেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

আক্রান্ত আবদুর রব মুন্সি এখন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন