মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো করোনা রোগী সনাক্ত হয়েছে। উপজেলার কাজিরচর এলাকার বাসিন্দা আবদুর রব মুন্সি করোনায় আক্রান্ত হয়েছেন।
বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার পর শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে।
আক্রান্ত আবদুর রব মুন্সির বয়স ৬০ বছর।
তিনি ঢাকার নরায়নগঞ্জে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।
এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও বরিশালশেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।
আক্রান্ত আবদুর রব মুন্সি এখন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন।