শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে ব্যাংক লেনদেনে বাড়ছে করোনা ঝুঁকি

চট্টগ্রামে ব্যাংক থেকে টাকা তুলতে আসা গ্রাহকরা মানছে না সামাজিক দূরত্ব। ফলে ক্রমশ বাড়ছে করোনা ঝুঁকি। এ পরিস্থিতিতে ব্যাংকগুলোর কর্মচারী-কর্মকর্তাদের সতর্ক করতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

করোনা সংক্রমণ রোধে বন্ধ আছে চট্টগ্রামের অধিকাংশ ব্যাংক। শুধু আগ্রাবাদ এবং জিইসি মোড়ের শাখাগুলো চালু রাখা হয়েছে। ফলে বিভিন্ন স্থানের গ্রাহকরা টাকা তুলতে এসে ভিড় জমাচ্ছেন এই শাখাগুলোতে।

সামাজিক দূরত্ব নিশ্চিতে রোববার দুপুরে ব্যাংকগুলোতে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নিবাহী ম্যাজিষ্টেট তৌহিদুল ইসলাম বলেন, এখানে যারা সামাজিক দূরত্ব রক্ষা করে চলেনি তাদেরকে সতর্কতামূলকভাবে জানানো হয়েছে। দু’য়েকজনকে জরিমানা করা হয়েছে।

ব্যাংক কর্মকর্তারা জানান, তাদের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। একজন ব্যাংক ম্যানেজার বলেন, আমরা বারবার বলছি গ্রাহকদের। আমরা দাগ দিয়ে দিয়েছি।

আনন্দবাজার/ টি এস পি

আরও পড়ুনঃ  প্রগতি ইন্স্যুরেন্সের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

সংবাদটি শেয়ার করুন