ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে ২৫ মেট্রিক টন চালসহ আ’লীগ সভাপতি আটক

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আল ইসরাইল জুবেলকে সরকারি ২৫.৪৪ মেট্রিক টন চালসহ আটক করেছে র‌্যাব। তিনি আক্কেলপুর এম, আর ডিগ্রি সরকারি কলেজের শিক্ষকও।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে গোপীনাথপুর বাজারে আওয়ামী লীগ নেতার গুদামে অভিযান চালিয়ে চালসহ তাঁকে আটক করা হয়।

শনিবার রাত সাড়ে আটটায় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ সরকারি চালসহ আল ইসরাইল জুবেলকে আটক করার তথ্য নিশ্চিত করেছেন।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, আল ইসরাইল জুবেলের গুদামে বিপুল পরিমাণ সরকারি চাল মজুদ থাকার কথা জানতে পারে র‌্যাব সদস্যরা। শনিবার বিকেলে র‌্যাব সদস্যরা ওই গুদামে অভিযান চালান। সেখান থেকে সরকারি ২৫.৪৪ মেট্রিক টন চাল জব্দ করা হয়। এসময় তাঁরা গুদামের মালিক আল ইসরাইল জুবেলকে আটক করেন।

জানতে চাইলে জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ বলেন, সরকারি ২৫.৪৪ মেট্রিক টন চালসহ আল ইসরাইল জুবেলকে আটক করা হয়েছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন