ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা থেকে ২০২১ সালের আগে মুক্তি মিলবে না

পুরো দুনিয়ায় চলাচল ও অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কাজ হারিয়েছে লক্ষ লক্ষ মানুষ। এমন অবস্থায় ধৈর্য হারিয়ে ফেলছে সাধারণ মানুষ।

মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় মেডিকেল বিশেষজ্ঞরা বলছেন, ২০২১ সালের শেষ দিকে বাজারে করোনা ভাইরাসের প্রতিষেধক আসছে। এর আগে তৈরি শেষ হবে না এই ভাইরাসের কোনো ওষুধও।

তাই এই সময়ের আগে মানুষ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে না।

ওবামা কেয়ারের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. ইজিকিয়েল জে ইমানুয়েল বলেন, করোনা ইস্যুতে হোয়াইট হাউজের বক্তব্যের ধরন দেখে আমি সত্যিই হতাশ। এপ্রিল শেষ হলেই দেশের অর্থনৈতিক কর্মকান্ড শুরু করা সম্ভব নয়। এই ভাইরাসের প্রতিষেধক আসতে কমপক্ষে ১৮ মাস সময় লাগবে। আর এই কঠিন সত্যটার জন্য দেশবাসীকে প্রস্তুত করতে হবে।

ডা. ইজিকিয়েল আরও জানান, আগামী বছরের আগে করোনার কোন প্রতিষেধক আসছে না। ২০২১ সালের জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের টাইমফ্রেমের মধ্যে একটি ভ্যাকসিন আসতে পারে।

আনন্দবাজার/বিকে

সংবাদটি শেয়ার করুন