রাশিয়ার একটি হাসপাতালের ১৭০ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। কোভিড-১৯ থাকতে পারে এমন সন্দেহে হাসপাতালটির ১ হাজার ১০০ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীর করোনা পরীক্ষা করার পর ১৭০ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আরআইএ নভোসতি এবং দেশটির ইংরেজি দৈনিক মস্কো টাইমসের অনলাইন প্রতিবেদনে বলা হচ্ছে, রুশ স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত হওয়ার জন্য এই ১৭০ জনের ফের করোনা পরীক্ষা করা হবে।
দেড়শ’রও মানুষের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হওয়ার পর লকডাউন করে দেয়া হয়েছে দেশটির উফা শহরের দ্য কুভাতুভ রিপাবলিক ক্লিনিক্যাল হাসপাতালটি। ৫ জন চিকিৎসক এবং ২ জন রোগীর দেহে করোনার উপসর্গ দেখা দিলে বিষয়টি সামনে আসে।
গত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার ৬৬৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হওয়ায় রাশিয়ায় এখন মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৮৪ জনে। এসময়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১২ জন। এ নিয়ে দেশটিতে এখন করোনায় মৃতের সংখ্যা ১০৬।
এছাড়া দেশটিতে আক্রান্ত মোট সাড়ে ১৩ হাজার রোগীর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪৫ জন।
আনন্দবাজার/ডব্লিউ এস