ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমানের সব ফ্লাইট বাতিল ৩০ এপ্রিল পর্যন্ত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঘোষণা দিয়েছে, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট বন্ধ রাখার। ১১ এপ্রিল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বিমান কর্তৃপক্ষ।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইট আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাতিল করা হয়েছে। এর পূর্বে বিমান এপ্রিলের ১৪ তারিখ পর্যন্ত ফ্লাইট বাতিল করেছিল।

করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারির কারণে মার্চে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমানের মোট ৬৯৮টি ফ্লাইট বাতিল করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একের পর এক ফ্লাইট বাতিল, বাতিল হওয়া ফ্লাইটের টাকা যাত্রীদের ফেরত দেয়া, বিমানের রক্ষণাবেক্ষণ ও কর্মীদের বেতনের জন্য সরকারের কাছে ৬২৮ কোটি চেয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন