ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

হজ এজেন্সিগুলোর ক্ষতি হবে ৬ হাজার ১২৫ কোটি টাকা

প্রানঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে দীর্ঘ ২২৫ বছরের ইতিহাসে এবারই প্রথমবারের মতো আসন্ন পবিত্র হজ অনুষ্ঠিত না হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতোমধ্যে করোনার কারণে গত ২৬ ফেব্রুয়ারি ওমরাহ বন্ধ ঘোষণা করে দিয়েছে সৌদি সরকার। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নেতারা ধারণা করছেন, এ কারণে বিপুল অংকের আর্থিক ক্ষতি হতে পারে তাদের।

হাবের শীর্ষ নেতারা জানান, ওমরাহ বন্ধ থাকা ও আসন্ন হজ অনুষ্ঠিত না হওয়ায় প্রায় ৬ হাজার ১২৫ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হবে ওমরাহ ও হজ এজেন্সিগুলো। হাজার হাজার কর্মচারীর বেকার হওয়া এবং ব্যবসা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

এ বিপুল অংকের আর্থিক ক্ষতি পূরণের জন্য সরকারের কাছে বিশেষ অর্থনৈতিক প্রণোদনা চেয়েছে হাব নেতারা।

ইতোমধ্যেই হজ ও ওমরাহ এজেন্সিগুলোর হয়ে যাওয়া ক্ষতি পূরণের জন্য নগদ প্রণোদনা প্রদান, তাদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা সুদমুক্ত ওয়ার্কিং ক্যাপিটাল ঋণের ব্যবস্থা করা এবং প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা এর আওতায় ট্রাভেল এজেন্ট ট্যুর অপারেটরদের জন্য ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণসহ চার দফার বিশেষ অর্থনৈতিক প্রণোদনা প্রস্তাব দাবি করে অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছে হাবের নেতারা।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন