ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন শিক্ষক

করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে উঠেছে পুরো বিশ্ব। ঘোষিত অথবা অঘোষিত লকডাউনের কারণে কেউই বের হতে পারছে না বাসা থেকে। এমন পরিস্থিতিতে ছাত্রদের সাহায্যে এগিয়ে এসেছেন এক শিক্ষক। মাইলের পর মাইল হেঁটে ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে দুপুরের খাবার পৌঁছে দিচ্ছেন এক সহকারী প্রধান শিক্ষক জেন পাওয়েল।

নর্থ ইয়র্কশারের ওয়েস্টার্ন প্রাইমারি স্কুলের দরিদ্র পরিবারের ৭৮টি শিশু প্রতিদিন বিনামূল্যে দুপুরের খাবার পেত। স্কুল বন্ধ হয়ে যাওয়ায় তাদের বিনামূল্যের দুপুরের খাবারও বন্ধ হয়ে গেছে। এজনই এমন উদ্যোগ গিয়েছেন ঐ স্কুলের সহকারী প্রধান শিক্ষক পাওয়েল।

জেন পাওয়েল প্রতিদিনই ৪০ পাউন্ডের বোঝা কাঁধে নিয়ে ৪ থেকে ৫ মাইল এলাকা হেঁটে গিয়ে খাবার দিচ্ছেন ঐসব শিশুদের। ৭৮টি শিশুর বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিচ্ছেন একবেলা খাবার। স্কাই নিউজ তাদের এক প্রতিবেদনে পাওয়েলের এই মহৎ উদ্যোগ তুলে এনেছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন