ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় সিঙ্গাপুরে আরো ১১৯ বাংলাদেশী আক্রান্ত

মহামারি করোনায় এখন পর্যন্ত প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হলো ৩৬৩ জন।

এদিকে সিঙ্গাপুরে নতুন করে আরো ১১৯ জন প্রবাসী বাংলাদেশী করোনায় আক্রান্ত হয়েছে।

সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সিঙ্গাপুরে একদিনে সর্বোচ্চ ২৮৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যা আগের দিনের তুলনায় রেকর্ড। এ নিয়ে এখন পর্যন্ত প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হলো ৩৬৩ জন। এছাড়া হাসপাতালে ভর্তি রয়েছে ৮৮৪ জন । তাদের মধ্যে আইসিইউতে আছেন ২৯ জন । সুস্থ হয়েছেন ৪৬০ জন।

এরই মাঝে করোনায় মারা গেছে ছয়জন। এদিকে এর আগে সিঙ্গাপুরে প্রবাসীদের থাকার জায়গায় দুটি ডরমিটরিতে করোনা ছড়িয়ে পড়ার পর তা সম্পূর্ণ ভাবে লকডাউন করে দেওয়া হয়।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন