মরণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী বাতিল হয়ে গেছে বড় বড় ইভেন্ট। বিভিন্ন দেশে লকডাউন চলায় বন্ধ হয়ে গেছে এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত। তবে এত প্রতিবন্ধকতার মাঝেও মহাকাশে পাড়ি জমিয়েছেন আমেরিকান-রাশিয়ান নভোচারীরা।
কোয়ারেন্টিনের সকল বিধিনিষেধ মেনে বৃহস্পতিবার মহাকাশে পাড়ি জমান তিন নভোচারীর এই দল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রাশিয়া পরিচালিত কাজাখস্তানের বাইকোনূর রকেটবন্দর থেকে সোয়ূজ এমএস-১৬-এ চড়ে দুপুর ১.৩০ মিনিটের নির্ধারিত সময়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেন নাসার মহাকাশচারী ক্রিস ক্যাসিডি এবং রসকসমোসের দুই মহাকাশচারী অ্যানাতোলি ইভানিশিন ও ইভান ভ্যাগনার। রাশিয়ান বিজ্ঞানীরা ট্রেনিং চলাকালীন ও মহাকাশ যাত্রার পূর্বে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেন করোনা সংক্রমণ ঠেকাতে।
ক্যাসিডি ও ইভানিশিন এই নিয়ে তৃতীয় বারের মত হলেও ভ্যাগনারের জন্য এটিই প্রথম মহাকাশযাত্রা। বর্তমানে ঐ আন্তর্জাতিক স্পেস স্টেশনটি পরিচালনার দায়িত্বে রয়েছেন রাশিয়ার ওলেগ স্ক্রীপোচকা এবং নাসার মহাকাশচারী জেসিকা মেইর ও অ্যান্ড্রু মর্গ্যান। তাদের আগামী ১৭ এপ্রিলে পৃথিবীর মাটিতে ফিরে আসার কথা রয়েছে।
বুধবার সাংবাদিকদের উদ্দেশে একটি ভিডিও বার্তায় ক্রিস ক্যাসিডি জানান, গত একমাস ধরে গৃহবন্দি থাকায় সকলে একদম সুস্থ এবং সুরক্ষার শেষধাপ হিসেবেই মহাকাশ যাত্রার পূর্বে সাংবাদিক বৈঠক বাতিল হয়েছে। কম্যান্ডার ইভানিশিনের কথায় জানা গেছে যে প্রত্যেক নভোচর অতিরিক্ত সুরক্ষার মধ্যে রয়েছেন।
আনন্দবাজার/ডব্লিউ এস