শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় প্রাণ হারালেন হলিউড অভিনেতা অ্যালেন গারফিল্ড

প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে প্রাণ হারালেন হলিউড অভিনেতা অ্যালেন গারফিল্ড। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। অ্যালেন গারফিল্ড হলিউডের ‘ন্যাশভিল’, ‘দ্য স্টান্ট ম্যান’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন।

অ্যালেন গারফিল্ডের মৃত্যু খবর তার সহঅভিনেতা রনি ব্লেকেলির সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট থেকে জানা যায়।

রনি পোস্টে লিখেন, “অ্যালেন গারফিল্ডের আত্মার মাগফিরাত কামনা করি। তিনি একজন অসাধারণ অভিনেতা ছিলেন। যিনি ন্যাশভিল ছবিতে আমার স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন। বুধবার (৮ এপ্রিল) করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। ওর পরিবার ও বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা রইল।’

জানা যায়, অভিনয় জীবনে আসার আগে বক্সার হিসাবে খেলেছেন এবং একজন ক্রীড়া সাংবাদিক হিসাবেও কাজ করেছেন অ্যালেন গারফিল্ড। নিউইয়র্কের অ্যাক্টর স্টুডিওতে অভিনয় নিয়ে পড়াশোনা করেন অ্যালেন। পরবর্তীকালে অভিনয়কে জীবনের পেশা হিসাবে বেছে নেন।

উল্লেখ্য, ১৯৬৮ সালে Orgy Girls ’69 ছবির মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন অ্যালেন গারফিল্ড।

 

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  ইসরায়েল-ফিলিস্তিনে নিহত ছাড়াল ১২০০

সংবাদটি শেয়ার করুন