ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

লকডাউন নারায়ণগঞ্জ

করোনা পরিস্থিতি তীব্র থেকে তীব্রতর হওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা সম্পূর্ণ লক ডাউন ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার( ৭ এপ্রিল) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ৮ এপ্রিল থেকে এই অবরুদ্ধ ঘোষণা কার্যকর করা হবে। তবে জরুরী পরিসেবা যেমন (চিকিৎসা, খাদ্যদ্রব্য) ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে।

উল্লেখ্য, আজকেও নারায়ণগঞ্জে ১৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন