ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষ স্থানে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৩ শতাংশ বা ১০ টাকা ৭০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৯৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৬১ বারে ১৬ হাজার ৭০১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ লাখ ৬৩ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ শতাংশ বা ২০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১১৫ বারে ২ লাখ ৩৯ হাজার ৫৫১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ ৫৮ হাজার টাকা।
অ্যারামিট সিমেন্ট লিমিটেড তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৩৪ শতাংশ বা ২০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৬ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২৭ বারে ৬ হাজার ৩৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।
তালিকায় ওঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- সোনার বাংলা ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল লিমিটেড, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড।