শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় অনলাইনে ফ্রি ফটোগ্রাফি শেখাবে নিকন

বিনামূল্যে কোম্পানির সব অনলাইন ক্লাসে অংশ নেয়ার সুযোগ দিচ্ছে নিকন। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত যে কোনো নিকন অনলাইন ক্লাস থেকে শিখে নেওয়া যাবে ছবি তোলার খুঁটিনাটি।

করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী ঘরবন্দি রয়েছে কয়েকশো কোটি মানুষ। ঘরে বসে নতুন কিছু শেখার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে জাপানের এই কোম্পানিটি। ছবি তোলার বেসিক টিউটোরিয়াল থেকে মিউজিক ভিডিও বানানো, সব ধরনের অনলাইন ক্লাসেই বিনামূল্যে অংশগ্রহণ করা যাবে।

সাধারণত একটি নিকন অনলাইন ক্লাসে ১৪.৯৫ মার্কিন ডলার থেকে ৪৯.৯৫ মার্কিন ডলার খরচ হয়। সেখানে প্রফেশনাল ফটোগ্রাফাররা বিষয়ের গভীরে গিয়ে ছবি তোলার খুঁটিনাটি বিশ্লেষণ করে থাকেন।

নিজের নিকন ক্যামেরা না থাকলেও এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করা যাবে এই ক্লাসে। অনলাইন ক্লাসে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, ম্যাক্রো ফটোগ্রাফি, পোট্রেট সহ বিভিন্ন ধারার ছবি তোলা শিখতে আলাদা আলাদা ক্লাস রয়েছে। এছাড়াও শিখে নেয়া যাবে শিশু ও পোষ্যের ছবি তোলার উপায়।

অনলাইনে ক্লাস করতে রেজিস্ট্রেশন করুন: https://online.nikonschool.com

আনন্দবাজার/তা.তা

আরও পড়ুনঃ  করোনায় অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন ৭১ শতাংশ

সংবাদটি শেয়ার করুন