করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই পরিস্থিতিতে রফতানিমুখী শিল্পকে সচল রাখতে আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে সরকার। ফলে বেতন-ভাতা ও প্রণোদনা পরিশোধের জন্য রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান শ্রমিক-কর্মচারীদের আগামী ১৪ দিনের মধ্যে মোবাইল অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
সার্কুলারে জানানো হয়, চলতি মাসের ২০ তারিখের মধ্যে সচল রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান শ্রমিক-কর্মচারীদের মোবাইল অ্যাকাউন্ট নিশ্চিত করতে হবে। যাতে করে এই অ্যাকাউন্টের মাধ্যমে বেতন ভাতা এবং সরকারি প্রণোদনা পরিশোধ করা যায়।
অ্যাকাউন্ট খুলতে শ্রমিক অথবা কর্মচারীদের জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হবে। তবে অ্যাকাউন্ট খোলার জন্য কোনো ধরনের ফি কাটা হবেনা।
আনন্দবাজার/ টি এস পি