ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এখন নিজ ঘরে নামাজ পড়া শরীয়তের দৃষ্টিতে সঠিক: শফী

মহামারি করোনাভাইরাসের প্রকোপ রোধে ঘরে থেকে নামাজ ও ইবাদত করতে জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

আজ সোমবার (৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে দেশের জনগণের প্রতি এই আহ্বান জানান তিনি।

আহমদ শফী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বিশ্ব আজ করোনা ভাইরাসের ছোবলে আক্রান্ত। আমাদের দেশেও বর্তমানে বেশ ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে এই ভাইরাস আমাদের দেশে মহামারি আকার ধারণ করেছে। আক্রান্তদের মধ্যে অনেকেই মারা যাচ্ছে। এই পরিস্থিতিতে আল্লাহর কাছে দোয়া ও শরিয়তের আলোকে সর্তকতা ছাড়া কোনো বিকল্প নেই।’

তিনি আরো জানান, ‘বর্তমানে সরকার ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে যেকোনো ধরণের বড় জমায়েত নিষিদ্ধ করে দিয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জরুরী আদেশ দিয়েছে। মসজিদে প্রতি ওয়াক্তে নামাজ ও জুমায় উপস্থিতি সীমিত করতে বলা হয়েছে। ইসলামী শরীয়তের দৃষ্টিতে এ সকল সিদ্ধান্ত ও নির্দেশনা সঠিক ও যথার্থ।’

আল্লাহর কাছে প্রার্থনা করে ক্ষমা চাইতে বললেন আল্লামা শফী। তিনি জানান, ‘তবে শুধু সর্তকতা ও ব্যবস্থা গ্রহণ করা আমাদের একমাত্র কাজ নয়, বরং আমাদের পাপ ও অন্যায় থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে সকল ধরণের অপরাধ থেকে নিজেদের দূরে রাখার প্রতিজ্ঞা করে তওবা করতে হবে। ঘরে বসে অবশ্যই দোয়া, ইস্তেগফার ও নফল ইবাদত করতে হবে। যেন আল্লাহ আমাদের এই মহামারি করোনা থেকে রক্ষা করেন।’

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন