ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় ভুল তথ্য ঠেকাতে গুগলের তহবিল

করোনাভাইরাস নিয়ে ভুল তথ্য ঠেকাতে এবং নির্ভরযোগ্য তথ্যপ্রবাহ নিশ্চিত করতে বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে করবে গুগল। আর এই কাজে ব্যয় করার জন্য ৬৫ লাখ ডলারের বাজেট ঘোষণা করেছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

গুগলের পক্ষ থেকে বলা হয়, বিশ্বজুড়ে যে সব প্রতিষ্ঠান ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করছে তাদের সহায়তা করা হবে এ অর্থ দিয়ে। কম্পানির ‘গুগল নিউজ ইনেশিয়েটিভ’ এর মাধ্যমে ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই করা ফার্স্ট ড্রাফটকে সহায়তা করা হবে। এ প্রতিষ্ঠানটি করোনাভাইরাস নিয়ে তথ্যসমৃদ্ধ অনলাইন রিসোর্স দিয়ে সাংবাদিকদের সহায়তা করছে এবং প্রশিক্ষণ দিচ্ছে।

গুগল আরও জানায়, নতুন এ তহবিল দিয়ে সহায়তা করা হবে ফুল ফ্যাক্ট ও মালডিটা ডট ইএস এর মতো তথ্য চেকিং অলাভজনক প্রতিষ্ঠানকে। যে সব প্রতিষ্ঠান ইতালি, স্পেন, জার্মানি, ফ্রান্স, ও যুক্তরাজ্যের মতো ইউরোপীয় দেশগুলোতে কাজ করবে তাদের সহায়তা দেয়া হবে। কারণ এ দেশগুলোতে কভিড-১৯ ব্যাপকভাবে বিস্তৃত, ভুল তথ্যেরও ছড়াছড়ি অনেক বেশি। এ প্রতিষ্ঠানগুলো তাদের সক্ষমতা ব্যবহার করে ভুল তথ্য কমিয়ে আনবে। এছাড়া একটি ডাটাবেজের উন্নয়নে গুগল সাংবাদিকদের নিয়ে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান মিডেন এর সঙ্গেও কাজ করবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন