নারায়ণগঞ্জের সকল এলাকা জরুরি ভিত্তিতে লকডাউন করে কারফিউ জারি করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
নারায়ণগঞ্জে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে বলে বিজ্ঞপ্তিতে আশঙ্কা প্রকাশ করেছেন মেয়র আইভি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি, ঘনবসতিপূর্ণ নগরীতে করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় মানুষের জীবন রক্ষার্থেই এই অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।
গত ৩০ মার্চ নারায়ণগঞ্জ বন্দরের রসুলবাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা যান। ওই ঘটনায় ২ এপ্রিল রাতে পুরো এলাকা লকডাউন করে দেওয়া হয়। এরপর গত ৪ এপ্রিল আরও এক জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন সেখানে।
আনন্দবাজার/ডব্লিউ এস