বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় ঝুঁকিতে রয়েছে মিরপুর ও বাসাবো

করোনাভাইরাসে রাজধানীতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মিরপুর ও বাসাবো এলাকার মানুষ। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ১৮ জনের মধ্যে ১২ জন ঢাকার, একজন নারায়ণগঞ্জের এবং একজন মাদারীপুরের রয়েছেন।

ঢাকায় আক্রান্তদের মধ্যে বাসাবো এলাকায় মোট নয়জন, টোলারবাগে ছয়জন এবং মিরপুরের অন্যান্য এলাকার পাঁচজন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। পরীক্ষার পরিমাণ বাড়ানোর পর বাংলাদেশে এক দিনেই ১৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেল। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৮ জনে। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।

৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এটিই এক দিনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। এছাড়া আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আরও তিনজন সুস্থ হয়ে উঠেছেন বলে জানানো হয়েছে। এ নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ৩৩ জন।

আনন্দবাজার/ডব্লিউ এস

আরও পড়ুনঃ  সুস্থতায় নিয়মিত বাঁশ খান!

সংবাদটি শেয়ার করুন