ঢাকা | রবিবার
১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী : একটি মৃত্যুও কাম্য নয় আমাদের

প্রনিঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশে যারা মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি। একটি মৃত্যুও আমাদের কাম্য নয়।

রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে করোনা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি করোনার সার্বিক পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি প্রাণঘাতী করোনা রোধে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন।

শেখ হাসিনা জানান, করোনা ভাইরাসে আক্রানত হয়ে বাংলাদেশে গতকাল পর্যন্ত মোট আটজনের মৃত্যু হয়েছে। একটি মৃত্যুও আমাদের কাম্য নয়।

প্রধানমন্ত্রী আরও জানান, করোনা ভাইরাসের জন্য দেশের শিল্প উৎপাদন, রপ্তানি, সেবা খাত ও শেয়ারবাজারে বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন