সংক্রমণ ঠেকাতে বাইরে বের হওয়া লোকজনকে ঘরে ফেরাতে কঠোর অবস্থানে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী। এছাড়াও উপজেলা প্রশাসনের সঙ্গে হাট বাজারে অযথা মানুষকে ঘোরা ফেরা ঠেকাতে কাজ করছে গ্রাম পুলিশ। করোনাভাইরাস প্রতিরোধে মানুষ কে সামাজক দুরত্ব বজায় রাখার জন্য নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন। গত কয়েক দিন ধরে মানুষ মানছে না কোনো নিয়মনীতি। তাঁরা সুযোগ পেলে অকারণে ঘুরে বেড়াচ্ছে ।
লালমনিরহাট জেলা শহর ও গ্রাম গুলর মহাসড়কে চলছে যাত্রীবাহী ভ্যান, ইজিবাইক। কিছু উৎসুক জনতা করছে বাজারে ঘোরা ফেরা। শুক্রবার সরেজমিনে ঘুরে দেখা যায়, জেলার বিভিন্ন হাটবাজারে সরকারের নির্দেশনা অমান্য করে কিছু লোকজন হাট – বাজারে ঘুরে বেড়াচ্ছে।
এ বিষয়ে জেলা ভ্রাম্যমাণ আদালত এর নির্বাহী কর্মকর্তা, টি এম ,রাহসান কবির বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আমরা মানুষ কে সামাজিক দূরত্বে থাকার জন্য নিয়মিত প্রচারণ – প্রচারণা চলছে।
এ ছাড়াও আজ আমরা পুলিশ ও সেনাবাহিনী সহ একসাথে অভিযান চালাচ্ছি এ সময় তিনি সাংবাদিকদের কে ধন্যবাদ দিয়ে বলেন আপনারা নিজের কথা না ভেবে আমাদের সাথে কাজ করে যাচ্ছেন এ জন্য মন থেকে ধন্যবাদ আপনাদের, এভাবে এক সাথে কাজ করলে ইনশাআল্লাহ্ আমরা সুস্থ থাকব । করোনার প্রাদুর্ভাব ঠেকাতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
আনন্দবাজার/শাহী