ঢাকা | শনিবার
২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দায়িত্ব পালনে অপারগতা, অবসর চান বিভাগীয় প্রধান!

করোনা ভাইরাস পরীক্ষার গবেষণাগার হিসেবে তৈরী করা হচ্ছে বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে। তবে এটি তৈরীতে দেরী হচ্ছে এই স্পর্শকাতর পরীক্ষাটি করার মতো দক্ষ জনবল না থাকায়। এর মধ্যেই খবর বেরিয়েছে যে, হাসপাতালটির মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেইন অবসর চেয়ে আবেদন করেছে।

আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা ডা. জাহাঙ্গীর হোসেইনের চাকরির মেয়াদ। তবে জানা যায়, তিনি মেয়াদ শেষ হওয়া আগেই গত মঙ্গলবার এই আবেদন করেছেন করোনা শনাক্তকরণ ল্যাবের দায়িত্ব পালনে অপারগতা ও নিরাপত্তাজনিত সমস্যা থাকায়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের দেওয়া তথ্যনুযায়ী, মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের একটি কক্ষে করোনা ভাইরাস শনাক্তকরণ ল্যাব তৈরীর কাজ চলছে। এখনও দক্ষ লোকবল পদায়ন করা হয়নি ল্যাব পরিচালনার জন্য। ল্যাবটি কীভাবে এবং কারা পরিচালনা করবে তা এখনও চূড়ান্ত হয়নি। তাই উদ্বেগ ও আতঙ্কে রয়েছে সংশ্লিষ্ট চিকিৎসক-টেকনিশিয়ানরা।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন