ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধের চেয়ে বড় হুমকি করোনাভাইরাস : গুতেরেস

একে তো পুরো বিশ্বজুড়ে তান্ডব চালাচ্ছে করোনাভাইরাস। অন্যদিকে এ ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই যুদ্ধ-সংঘাত চলছে বিভিন্ন দেশে। এবার বিশ্বনেতাদের এই যুদ্ধ-সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

জাতিসংঘ মহাসচিব বলেন, করোনাভাইরাসের হুমকি সমস্ত যুদ্ধ-সংঘাতের চেয়ে বড় হুমকি হয়ে আসছে। এখন যুদ্ধ বন্ধ করে করোনাভাইরাস মোকাবেলার উপায় খুঁজতে হবে। বিশ্বের সামনে আরো খারাপ পরিস্থিতি আসছে। এ অবস্থায় লিবিয়া, সিরিয়া এবং ইয়েমেনে যুদ্ধ বন্ধ করে করোনা পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তার দিকে মনোনিবেশ করা উচিত।

তিনি আরও বলেন, গত ২৩শে মার্চ তিনি যুদ্ধ বন্ধের যে আহ্বান জানিয়েছিলেন তার একটি ভালো প্রভাব পড়েছে কিন্তু এখনো বিশ্বের কিছু এলাকায় যুদ্ধ চলছে যা করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা এগিয়ে নিতে বাধা সৃষ্টি করছে। এ অবস্থায় জরুরিভিত্তিতে যুদ্ধ সংঘাত বন্ধ করে শান্তির দিকে এগিয়ে যেতে হবে।

আনন্দবাজার/ টি এস পি

সংবাদটি শেয়ার করুন