ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২০০৮ এর চেয়েও ভয়াবহ হতে পারে বৈশ্বিক আর্থিক মন্দা : আইএমএফ

করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্বে শিল্প বাণিজ্য। যার ফলে করোনা পরবর্তী সময়ে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে ভীষণ শঙ্কা। ২০০৮ -২০০৯ সালের বৈশ্বিক আর্থিক মন্দার চেয়েও ভয়াবহ হতে পারে করোনা পরবর্তী বৈশ্বিক আর্থিক মন্দা বলে জানিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা আইএমএফ।

আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টিলিনা গিয়োর্গেভা বলেছেন, বিশ্ব অর্থনীতিতে আগে এমন পরিস্থিতি তৈরি হয়নি। ২০০৮ সালের চেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে তিনি জানান, এ পরিস্থিতি মানবজাতির জন্য কালো অধ্যায় বয়ে নিয়ে আসছে, পুরো বিশ্বের জন্য এটা অনেক বড় হুমকি। সবাই এক হয়ে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

করোনার প্রকোপে তৈরি হতে যাওয়া অর্থনৈতিক মন্দা কমাতে বিশ্ব ব্যাংক ও অন্যান্য অর্থনৈতিক সংস্থার সাথে যুক্ত হয়ে কাজ করে যাচ্ছে আইএমএফ। পাশাপাশি স্বল্পন্নোত ও উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করার জন্য উন্নত দেশের কেন্দ্রীয় ব্যাংক গুলোকে আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি ৯০ টি দেশ আইএমএফের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। এর আগে কখনোই এমনটা হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন