ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা প্রতিরোধ কঠিন হবে নিয়ম না মানলে : স্বাস্থ্যমন্ত্রী

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, বারবার অনুরোধের পরেও মানুষ সচেতন হচ্ছে না। তারা জনসমাগম পরিহার করতে চাচ্ছে না। জুমার নামাজে মসজিদ ঘর ভর্তি হয়েও রাস্তায় ও মানুষ দাড়াচ্ছে নামাজে। খুবই অনাকাঙ্ক্ষিত ব্যাপার এটি। ‍সৌদি আরব, কুয়েত, ইরানের মতো মুসলিম দেশেও মসজিদে গিয়ে নামাজে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আমাদের দেশের মানুষ এটা মানছে না। করোনা ভাইরাস প্রতিরোধ করা কঠিন হয়ে যাবে যদি এভাবেই নিয়ম না মানা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তালা ঝুলিয়ে রাখা বেসরকারি হাসপাতাল গুলোর লাইসেন্স দেওয়ার শর্ত বিবেচনা করবে সরকার। বেসরকারি হাসপাতালগুলো করোনার চিকিৎসায় এগিয়ে আসুক এমনটাই চাই আমরা। বন্ধ রাখা হাসপাতাল গুলোর তালিকা করছি আমরা।

স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন